দরসে নেজামী কিতাব ও লেখক পরিচিতি
কিতাব : দরসে নেজামী কিতাব ও লেখক পরিচিতিসংকলনে : মুফতি ফজলে আলীম হাফি. (নাযেমে তালীমাত : জামিয়াতুল লতিফ রূপগঞ্জ) প্রকাশনায় : মাকতাবাতুল খিদমাহ- Maktabatul Khedmah নতুন কিতাব পাঠের পূর্বে সেই কিতাব থেকে পূর্ণ ইস্তেফাদা (উপকার) অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। এ লেখায় সংক্ষেপে সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হলো।---১. কিতাব পরিচিতি ও প্রয়োজনীয়তাযেকোনো কিতাব পাঠের আগে কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জানা আবশ্যক। তা না হলে কিতাব থেকে পূর্ণাঙ্গ ইস্তেফাদা অর্জন সম্ভব নয়। এজন্য নিচের বিষয়গুলো জানা প্রয়োজন—ক. কিতাবের মূল নামখ. কিতাবের বিষয়বস্তুগ. কিতাবের মূল ভাষাঘ. কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি---২. লেখকের জীবনীলেখকের জীবনী জানলে তাঁর জ্ঞান, তাকওয়া, নিষ্ঠা ও গবেষণার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে পাঠকের অন্তরে কিতাবের প্রতি শ্রদ্ধা, আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায়। লেখকের জীবনী থেকে যেসব বিষয় জানা দরকার—ক. নাম, উপাধি ও কুনিয়াতখ. পিতা ও বংশ পরিচয়গ. জন্ম ও মৃত্যুঘ. শিক্ষাজীবনঙ. কর্মজীবনচ. প্রসিদ্ধ উস্তাদ ও ছাত্রবৃন্দছ. রচনাবলি ও অবদান---৩. সংশ্লিষ্ট শাস্ত্র পরিচিতিযে শাস্ত্রে কিতাবটি রচিত হয়েছে, সে শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা থাকাও আবশ্যক। এজন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা উচিত—ক. সংজ্ঞা (تعريف)খ. আলোচ্য বিষয় (موضوع)গ. লক্ষ্য ও উদ্দেশ্য (غرض و غایت)ঘ. শাস্ত্রটির মর্যাদা ও প্রয়োজনীয়তাঙ. শাস্ত্রের প্রবর্তক বা واضعচ. নামকরণের কারণছ. শাস্ত্রটি সংকলনের ইতিহাসজ. এ জ্ঞান অর্জনের শরঈ বিধানআর এই সব কিছুকে এক মলাটে নিয়ে আসা হয়েছে নিম্নোক্ত কিতাবে!!!----------------যাদের জন্য এই আয়োজন :দরসে নেজামীর সঙ্গে সম্পৃক্ত এমন যে কারো জন্যই কিতাবটি মুফিদ হবে বলে আশা করা যায়। পরিশেষে :এই কিতাবটিকে আল্লাহ কবুল করুন ও সংকলনে সংশ্লিষ্ট সকলের জন্য তা নাজাতের উসিলা হোক । আমীন।
An Najahah Shop
Category List
All products

কিতাব : দরসে নেজামী কিতাব ও লেখক পরিচিতি
সংকলনে : মুফতি ফজলে আলীম হাফি. (নাযেমে তালীমাত : জামিয়াতুল লতিফ রূপগঞ্জ)
প্রকাশনায় : মাকতাবাতুল খিদমাহ- Maktabatul Khedmah
নতুন কিতাব পাঠের পূর্বে সেই কিতাব থেকে পূর্ণ ইস্তেফাদা (উপকার) অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। এ লেখায় সংক্ষেপে সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হলো।
---
১. কিতাব পরিচিতি ও প্রয়োজনীয়তা
যেকোনো কিতাব পাঠের আগে কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জানা আবশ্যক। তা না হলে কিতাব থেকে পূর্ণাঙ্গ ইস্তেফাদা অর্জন সম্ভব নয়। এজন্য নিচের বিষয়গুলো জানা প্রয়োজন—
ক. কিতাবের মূল নাম
খ. কিতাবের বিষয়বস্তু
গ. কিতাবের মূল ভাষা
ঘ. কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি
---
২. লেখকের জীবনী
লেখকের জীবনী জানলে তাঁর জ্ঞান, তাকওয়া, নিষ্ঠা ও গবেষণার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে পাঠকের অন্তরে কিতাবের প্রতি শ্রদ্ধা, আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায়। লেখকের জীবনী থেকে যেসব বিষয় জানা দরকার—
ক. নাম, উপাধি ও কুনিয়াত
খ. পিতা ও বংশ পরিচয়
গ. জন্ম ও মৃত্যু
ঘ. শিক্ষাজীবন
ঙ. কর্মজীবন
চ. প্রসিদ্ধ উস্তাদ ও ছাত্রবৃন্দ
ছ. রচনাবলি ও অবদান
---
৩. সংশ্লিষ্ট শাস্ত্র পরিচিতি
যে শাস্ত্রে কিতাবটি রচিত হয়েছে, সে শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা থাকাও আবশ্যক। এজন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা উচিত—
ক. সংজ্ঞা (تعريف)
খ. আলোচ্য বিষয় (موضوع)
গ. লক্ষ্য ও উদ্দেশ্য (غرض و غایت)
ঘ. শাস্ত্রটির মর্যাদা ও প্রয়োজনীয়তা
ঙ. শাস্ত্রের প্রবর্তক বা واضع
চ. নামকরণের কারণ
ছ. শাস্ত্রটি সংকলনের ইতিহাস
জ. এ জ্ঞান অর্জনের শরঈ বিধান
আর এই সব কিছুকে এক মলাটে নিয়ে আসা হয়েছে নিম্নোক্ত কিতাবে!!!
----------------
যাদের জন্য এই আয়োজন :
দরসে নেজামীর সঙ্গে সম্পৃক্ত এমন যে কারো জন্যই কিতাবটি মুফিদ হবে বলে আশা করা যায়।
পরিশেষে :
এই কিতাবটিকে আল্লাহ কবুল করুন ও সংকলনে সংশ্লিষ্ট সকলের জন্য তা নাজাতের উসিলা হোক । আমীন।
সংকলনে : মুফতি ফজলে আলীম হাফি. (নাযেমে তালীমাত : জামিয়াতুল লতিফ রূপগঞ্জ)
প্রকাশনায় : মাকতাবাতুল খিদমাহ- Maktabatul Khedmah
নতুন কিতাব পাঠের পূর্বে সেই কিতাব থেকে পূর্ণ ইস্তেফাদা (উপকার) অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। এ লেখায় সংক্ষেপে সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হলো।
---
১. কিতাব পরিচিতি ও প্রয়োজনীয়তা
যেকোনো কিতাব পাঠের আগে কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জানা আবশ্যক। তা না হলে কিতাব থেকে পূর্ণাঙ্গ ইস্তেফাদা অর্জন সম্ভব নয়। এজন্য নিচের বিষয়গুলো জানা প্রয়োজন—
ক. কিতাবের মূল নাম
খ. কিতাবের বিষয়বস্তু
গ. কিতাবের মূল ভাষা
ঘ. কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি
---
২. লেখকের জীবনী
লেখকের জীবনী জানলে তাঁর জ্ঞান, তাকওয়া, নিষ্ঠা ও গবেষণার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে পাঠকের অন্তরে কিতাবের প্রতি শ্রদ্ধা, আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায়। লেখকের জীবনী থেকে যেসব বিষয় জানা দরকার—
ক. নাম, উপাধি ও কুনিয়াত
খ. পিতা ও বংশ পরিচয়
গ. জন্ম ও মৃত্যু
ঘ. শিক্ষাজীবন
ঙ. কর্মজীবন
চ. প্রসিদ্ধ উস্তাদ ও ছাত্রবৃন্দ
ছ. রচনাবলি ও অবদান
---
৩. সংশ্লিষ্ট শাস্ত্র পরিচিতি
যে শাস্ত্রে কিতাবটি রচিত হয়েছে, সে শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা থাকাও আবশ্যক। এজন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা উচিত—
ক. সংজ্ঞা (تعريف)
খ. আলোচ্য বিষয় (موضوع)
গ. লক্ষ্য ও উদ্দেশ্য (غرض و غایت)
ঘ. শাস্ত্রটির মর্যাদা ও প্রয়োজনীয়তা
ঙ. শাস্ত্রের প্রবর্তক বা واضع
চ. নামকরণের কারণ
ছ. শাস্ত্রটি সংকলনের ইতিহাস
জ. এ জ্ঞান অর্জনের শরঈ বিধান
আর এই সব কিছুকে এক মলাটে নিয়ে আসা হয়েছে নিম্নোক্ত কিতাবে!!!
----------------
যাদের জন্য এই আয়োজন :
দরসে নেজামীর সঙ্গে সম্পৃক্ত এমন যে কারো জন্যই কিতাবটি মুফিদ হবে বলে আশা করা যায়।
পরিশেষে :
এই কিতাবটিকে আল্লাহ কবুল করুন ও সংকলনে সংশ্লিষ্ট সকলের জন্য তা নাজাতের উসিলা হোক । আমীন।
দরসে নেজামী কিতাব ও লেখক পরিচিতি
450 BDT900 BDTSave 450 BDT
কিতাব : দরসে নেজামী কিতাব ও লেখক পরিচিতি
সংকলনে : মুফতি ফজলে আলীম হাফি. (নাযেমে তালীমাত : জামিয়াতুল লতিফ রূপগঞ্জ)
প্রকাশনায় : মাকতাবাতুল খিদমাহ- Maktabatul Khedmah
নতুন কিতাব পাঠের পূর্বে সেই কিতাব থেকে পূর্ণ ইস্তেফাদা (উপকার) অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। এ লেখায় সংক্ষেপে সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হলো।
---
১. কিতাব পরিচিতি ও প্রয়োজনীয়তা
যেকোনো কিতাব পাঠের আগে কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জানা আবশ্যক। তা না হলে কিতাব থেকে পূর্ণাঙ্গ ইস্তেফাদা অর্জন সম্ভব নয়। এজন্য নিচের বিষয়গুলো জানা প্রয়োজন—
ক. কিতাবের মূল নাম
খ. কিতাবের বিষয়বস্তু
গ. কিতাবের মূল ভাষা
ঘ. কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি
---
২. লেখকের জীবনী
লেখকের জীবনী জানলে তাঁর জ্ঞান, তাকওয়া, নিষ্ঠা ও গবেষণার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে পাঠকের অন্তরে কিতাবের প্রতি শ্রদ্ধা, আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায়। লেখকের জীবনী থেকে যেসব বিষয় জানা দরকার—
ক. নাম, উপাধি ও কুনিয়াত
খ. পিতা ও বংশ পরিচয়
গ. জন্ম ও মৃত্যু
ঘ. শিক্ষাজীবন
ঙ. কর্মজীবন
চ. প্রসিদ্ধ উস্তাদ ও ছাত্রবৃন্দ
ছ. রচনাবলি ও অবদান
---
৩. সংশ্লিষ্ট শাস্ত্র পরিচিতি
যে শাস্ত্রে কিতাবটি রচিত হয়েছে, সে শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা থাকাও আবশ্যক। এজন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা উচিত—
ক. সংজ্ঞা (تعريف)
খ. আলোচ্য বিষয় (موضوع)
গ. লক্ষ্য ও উদ্দেশ্য (غرض و غایت)
ঘ. শাস্ত্রটির মর্যাদা ও প্রয়োজনীয়তা
ঙ. শাস্ত্রের প্রবর্তক বা واضع
চ. নামকরণের কারণ
ছ. শাস্ত্রটি সংকলনের ইতিহাস
জ. এ জ্ঞান অর্জনের শরঈ বিধান
আর এই সব কিছুকে এক মলাটে নিয়ে আসা হয়েছে নিম্নোক্ত কিতাবে!!!
----------------
যাদের জন্য এই আয়োজন :
দরসে নেজামীর সঙ্গে সম্পৃক্ত এমন যে কারো জন্যই কিতাবটি মুফিদ হবে বলে আশা করা যায়।
পরিশেষে :
এই কিতাবটিকে আল্লাহ কবুল করুন ও সংকলনে সংশ্লিষ্ট সকলের জন্য তা নাজাতের উসিলা হোক । আমীন।
সংকলনে : মুফতি ফজলে আলীম হাফি. (নাযেমে তালীমাত : জামিয়াতুল লতিফ রূপগঞ্জ)
প্রকাশনায় : মাকতাবাতুল খিদমাহ- Maktabatul Khedmah
নতুন কিতাব পাঠের পূর্বে সেই কিতাব থেকে পূর্ণ ইস্তেফাদা (উপকার) অর্জনের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানা অত্যন্ত প্রয়োজন। এ লেখায় সংক্ষেপে সেই বিষয়গুলোর ওপর আলোকপাত করা হলো।
---
১. কিতাব পরিচিতি ও প্রয়োজনীয়তা
যেকোনো কিতাব পাঠের আগে কিতাব সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি জানা আবশ্যক। তা না হলে কিতাব থেকে পূর্ণাঙ্গ ইস্তেফাদা অর্জন সম্ভব নয়। এজন্য নিচের বিষয়গুলো জানা প্রয়োজন—
ক. কিতাবের মূল নাম
খ. কিতাবের বিষয়বস্তু
গ. কিতাবের মূল ভাষা
ঘ. কিতাবের সংক্ষিপ্ত পরিচিতি
---
২. লেখকের জীবনী
লেখকের জীবনী জানলে তাঁর জ্ঞান, তাকওয়া, নিষ্ঠা ও গবেষণার গভীরতা সম্পর্কে ধারণা পাওয়া যায়। এতে পাঠকের অন্তরে কিতাবের প্রতি শ্রদ্ধা, আগ্রহ ও মনোযোগ বৃদ্ধি পায়। লেখকের জীবনী থেকে যেসব বিষয় জানা দরকার—
ক. নাম, উপাধি ও কুনিয়াত
খ. পিতা ও বংশ পরিচয়
গ. জন্ম ও মৃত্যু
ঘ. শিক্ষাজীবন
ঙ. কর্মজীবন
চ. প্রসিদ্ধ উস্তাদ ও ছাত্রবৃন্দ
ছ. রচনাবলি ও অবদান
---
৩. সংশ্লিষ্ট শাস্ত্র পরিচিতি
যে শাস্ত্রে কিতাবটি রচিত হয়েছে, সে শাস্ত্র সম্পর্কে প্রাথমিক ধারণা থাকাও আবশ্যক। এজন্য নিম্নোক্ত বিষয়গুলো জানা উচিত—
ক. সংজ্ঞা (تعريف)
খ. আলোচ্য বিষয় (موضوع)
গ. লক্ষ্য ও উদ্দেশ্য (غرض و غایت)
ঘ. শাস্ত্রটির মর্যাদা ও প্রয়োজনীয়তা
ঙ. শাস্ত্রের প্রবর্তক বা واضع
চ. নামকরণের কারণ
ছ. শাস্ত্রটি সংকলনের ইতিহাস
জ. এ জ্ঞান অর্জনের শরঈ বিধান
আর এই সব কিছুকে এক মলাটে নিয়ে আসা হয়েছে নিম্নোক্ত কিতাবে!!!
----------------
যাদের জন্য এই আয়োজন :
দরসে নেজামীর সঙ্গে সম্পৃক্ত এমন যে কারো জন্যই কিতাবটি মুফিদ হবে বলে আশা করা যায়।
পরিশেষে :
এই কিতাবটিকে আল্লাহ কবুল করুন ও সংকলনে সংশ্লিষ্ট সকলের জন্য তা নাজাতের উসিলা হোক । আমীন।

