সুইটহার্ট কুরআন
বই: সুইটহার্ট কুরআন লেখক: (মাওলানা) মুহাম্মাদ আতীক উল্লাহ প্রকাশনা: মাকতাবাতুল আযহারপৃষ্ঠাসংখ্যা: ৭১৯প্রকাশক: মাওলানা উবায়েদ উল্লাহপ্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদসুইটহার্ট কুরআন। বইটার নাম শুনলেই থমকে যেতে হয়। কুরআন কি সুইটহার্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কুরআন যাদের অশেষ প্রেম, কুরআন যাদের পরম ভালোবাসা, কুরআন যাদের জীবনের অষ্টেপৃষ্ঠে মিশে আছে কুরআন তাদের কাছেই সুইটহার্ট। আমরা কথা বলছি 'কুরআনের পাখি' বলে খ্যাত শাইখ মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ-এর 'সুইটহার্ট কুরআন' বইটি নিয়ে। এটি `কুরআনিয়াত` সিরিজের দ্বিতীয় বই। এই সিরিজের প্রথম বই ছিলো 'আই লাভ কুরআন'। আই লাভ কুরআন বইটি যারা পড়েছেন, তারা বিমুদ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যাহোক যারা আই লাভ কুরআন সংগ্রহ করেছেন, পড়েছেন—আমার বিশ্বাস তারা সবাই এই সিরিজের পরবর্তী বইয়ের জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটে ২০২১ সালের একুশে বই মেলায়। প্রকাশ পায় সিরিজের দ্বিতীয় বই •সুইটহার্ট করআন• নামে।সুইটহার্ট কুরআন বইটাও অসাধারণ। বইটি এমন বই যা পড়ার পর অন্য একটা আবেদন থাকে, আর তা হলো, কুরআন-প্রেম, আল্লাহ-প্রেম, ইবাদাত-প্রীতি ইত্যাদি। শাইখ আতীক উল্লাহ সাহেবের লেখার বৈশিষ্ট্য হলো, পাঠক তাঁর বই পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত স্বস্তি পায় না। তরতরে গদ্য। পড়ায় একটা মোহ এসে যায়বইটি সাজানো হয়েছে প্রথমে—'ইহদা' তারপরে 'মুকাদ্দামা' দিয়ে—কয়েকটি শিরোনামের অধিনে। শিরোনামগুলো যথাক্রমে:★ হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু★ কুরআন বালিকাদের কথা★ তাদাব্বুরে কুরআন★ হিফজী মিনাল কুরআন★ কিয়ামুল লাইল : তাহাজ্জুদ★ সুইটহার্ট কুরআন ★ তাযকিয়া নাফস : আত্মশুদ্ধি★ দাম্পত্য পরিবার★ তারণ্য ★ আকাইদ★ একটুখানি তাদাব্বুর★ মাদরাসাতুল কুরআন★ কুরআন পেয়ে ধন্য যারা★ মারাসাতুল আম্বিয়া★ কুরআনি ভাবনা১. হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু: এই শিরোনামে বলা হয়েছে, কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক অদৃশ্য সুতো ছড়িয়ে আছে। সেই সুতো কিসের সুতো, কেমন সুতো সেটা লেখক সূরা বাকারা থেকে শুরু করে আয়াতের পর আয়াত গেঁথে সেই সুতোটা পাঠকের সামনে তুলে ধরেছেন।২. কুরআন বালিকাদের কথা: এই শিরোনামে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের কুরআন নিয়ে আবেগ-উচ্ছাস ও প্রেম-ভালোবাসার কথা। আছে কুরআন থেকে সামাধান পাওয়ার ফিরিস্তি।৩.তাদাব্বুরে কুরআনঃ এ শিরোনামে রয়েছে, তাদাব্বুর শব্দটির ব্যাখ্যা, তাদাব্বুর বা কুরআন নিয়ে চিন্তা-ভাবনার উপকারিতা, তাদাব্বুরের স্তরসহ বিস্তারিত আলোচনা।৪. হিফজী মিনাল কুরআনঃ এখানে আলোচিত হয়েছে, হিফয এবং হিযব(দৈনিক নির্ধারিত তিলাওয়াত) নিয়ে। হিফয এবং হিফজ এর উপকারিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এই অধ্যায়ে।৫. কিয়ামুল লাইল : তাহাজ্জুদ: এই শিরোনামের অধিনে রয়েছে অনেকগুলো উপশিরোনাম। প্রথমে আলোচনায় এসেছে লেখকের জীবনের বিভিন্ন স্থানে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার অভিজ্ঞতা। এর পরে এসেছে তাহাজ্জুদ নিয়ে তাত্ত্বিক ও জৈবিক আলোচনা।৬.সুইটহার্ট কুরআন: এখানে কুরআনের প্রতি ভালেবাসার আখ্যান উপস্থাপিত হয়েছে। একাধিক উপশিরোনামে কুরআনের উপকারিতা ও কুরআন-প্রেমের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।৭. তাযকিয়া নফস : আত্মশুদ্ধিঃ এখানে আলোচনা করা হয়েছে, মালিকের সাথে সম্পর্ক বাড়ানো নিয়ে, আলোচিত হয়েছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা নিয়ে। আরো আলোচিত হয়েছে, আত্মাকে শুদ্ধ করা নিয়ে।৮. দাম্পত্য-পরিবারঃ এখানে আলোচনা করা হয়েছে, কুরআন নিয়ে দাম্পত্য-জীবনের বিভিন্ন দিক নিয়ে। দাম্পত্য জীবনে কুরআনকে অগ্রে রাখলে কী কী উপকারিতা—সেগুলি আলোচিত হয়েছে এখানে। ৯. তারুণ্যঃ এ শিরোনামের অধিনে আলোচনা করা হয়েছে, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে।১০. আকাইদঃ আকীদা নিয়ে কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আকীদার আলোচনা করা হয়েছে এখানে।১১. একটুখানি তাদাব্বুরঃ কুরআনের বিভিন্ন আয়াত বা আয়াতাংশ নিয়ে একগুচ্ছ তাদাব্বুর তথা চিন্তা-ভাবনা স্থান পেয়েছে এখানে।১২. মাদরাসাতুল কুরআন: শিরেনামের অর্থ হলো, কুরআনের মাদরাসা। এখানে কিছু কুরআনি-গল্প এবং কুরআন নিয়ে কিছু আলোচনা স্থান পেয়েছে।১৩. কুরআন পেয়ে ধন্য যারা: কুরআনকে পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করেন বিশ্বের বিভিন্ন দেশের এমন কিছু মানুষদের কুরআন নিয়ে তাদের অনুভূতিগুলো স্থান পেয়েছে এখানে।১৪. মাদরাসাতুল আম্বিয়া: কুরআন কারীমে যেসব নাবী-রাসূলগণের আলোচনা স্থান পেয়েছে, সেসব নাবী-রাসূলগণের(আলাইহিমুস সালাম) ঘটনা এবং এর শিক্ষা স্থান পেয়েছে এই শিরোনামে।১৫. কুরআনি ভাবনা: এই শিরোনামের অধিনে একশত বায়ান্নটি উপশিরোনামে কুরআন কারীম নিয়ে একগুচ্ছ ভাবনা স্থান পেয়েছে এখানে।
An Najahah Shop
Category List
All products

বই: সুইটহার্ট কুরআন
লেখক: (মাওলানা) মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনা: মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাসংখ্যা: ৭১৯
প্রকাশক: মাওলানা উবায়েদ উল্লাহ
প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ
সুইটহার্ট কুরআন। বইটার নাম শুনলেই থমকে যেতে হয়। কুরআন কি সুইটহার্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কুরআন যাদের অশেষ প্রেম, কুরআন যাদের পরম ভালোবাসা, কুরআন যাদের জীবনের অষ্টেপৃষ্ঠে মিশে আছে কুরআন তাদের কাছেই সুইটহার্ট।
আমরা কথা বলছি 'কুরআনের পাখি' বলে খ্যাত শাইখ মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ-এর 'সুইটহার্ট কুরআন' বইটি নিয়ে। এটি `কুরআনিয়াত` সিরিজের দ্বিতীয় বই। এই সিরিজের প্রথম বই ছিলো 'আই লাভ কুরআন'। আই লাভ কুরআন বইটি যারা পড়েছেন, তারা বিমুদ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যাহোক যারা আই লাভ কুরআন সংগ্রহ করেছেন, পড়েছেন—আমার বিশ্বাস তারা সবাই এই সিরিজের পরবর্তী বইয়ের জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটে ২০২১ সালের একুশে বই মেলায়। প্রকাশ পায় সিরিজের দ্বিতীয় বই •সুইটহার্ট করআন• নামে।
সুইটহার্ট কুরআন বইটাও অসাধারণ। বইটি এমন বই যা পড়ার পর অন্য একটা আবেদন থাকে, আর তা হলো, কুরআন-প্রেম, আল্লাহ-প্রেম, ইবাদাত-প্রীতি ইত্যাদি। শাইখ আতীক উল্লাহ সাহেবের লেখার বৈশিষ্ট্য হলো, পাঠক তাঁর বই পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত স্বস্তি পায় না। তরতরে গদ্য। পড়ায় একটা মোহ এসে যায়
বইটি সাজানো হয়েছে প্রথমে—'ইহদা' তারপরে 'মুকাদ্দামা' দিয়ে—কয়েকটি শিরোনামের অধিনে। শিরোনামগুলো যথাক্রমে:
★ হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু
★ কুরআন বালিকাদের কথা
★ তাদাব্বুরে কুরআন
★ হিফজী মিনাল কুরআন
★ কিয়ামুল লাইল : তাহাজ্জুদ
★ সুইটহার্ট কুরআন
★ তাযকিয়া নাফস : আত্মশুদ্ধি
★ দাম্পত্য পরিবার
★ তারণ্য
★ আকাইদ
★ একটুখানি তাদাব্বুর
★ মাদরাসাতুল কুরআন
★ কুরআন পেয়ে ধন্য যারা
★ মারাসাতুল আম্বিয়া
★ কুরআনি ভাবনা
১. হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু: এই শিরোনামে বলা হয়েছে, কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক অদৃশ্য সুতো ছড়িয়ে আছে। সেই সুতো কিসের সুতো, কেমন সুতো সেটা লেখক সূরা বাকারা থেকে শুরু করে আয়াতের পর আয়াত গেঁথে সেই সুতোটা পাঠকের সামনে তুলে ধরেছেন।
২. কুরআন বালিকাদের কথা: এই শিরোনামে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের কুরআন নিয়ে আবেগ-উচ্ছাস ও প্রেম-ভালোবাসার কথা। আছে কুরআন থেকে সামাধান পাওয়ার ফিরিস্তি।
৩.তাদাব্বুরে কুরআনঃ এ শিরোনামে রয়েছে, তাদাব্বুর শব্দটির ব্যাখ্যা, তাদাব্বুর বা কুরআন নিয়ে চিন্তা-ভাবনার উপকারিতা, তাদাব্বুরের স্তরসহ বিস্তারিত আলোচনা।
৪. হিফজী মিনাল কুরআনঃ এখানে আলোচিত হয়েছে, হিফয এবং হিযব(দৈনিক নির্ধারিত তিলাওয়াত) নিয়ে। হিফয এবং হিফজ এর উপকারিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এই অধ্যায়ে।
৫. কিয়ামুল লাইল : তাহাজ্জুদ: এই শিরোনামের অধিনে রয়েছে অনেকগুলো উপশিরোনাম। প্রথমে আলোচনায় এসেছে লেখকের জীবনের বিভিন্ন স্থানে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার অভিজ্ঞতা। এর পরে এসেছে তাহাজ্জুদ নিয়ে তাত্ত্বিক ও জৈবিক আলোচনা।
৬.সুইটহার্ট কুরআন: এখানে কুরআনের প্রতি ভালেবাসার আখ্যান উপস্থাপিত হয়েছে। একাধিক উপশিরোনামে কুরআনের উপকারিতা ও কুরআন-প্রেমের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।
৭. তাযকিয়া নফস : আত্মশুদ্ধিঃ এখানে আলোচনা করা হয়েছে, মালিকের সাথে সম্পর্ক বাড়ানো নিয়ে, আলোচিত হয়েছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা নিয়ে। আরো আলোচিত হয়েছে, আত্মাকে শুদ্ধ করা নিয়ে।
৮. দাম্পত্য-পরিবারঃ এখানে আলোচনা করা হয়েছে, কুরআন নিয়ে দাম্পত্য-জীবনের বিভিন্ন দিক নিয়ে। দাম্পত্য জীবনে কুরআনকে অগ্রে রাখলে কী কী উপকারিতা—সেগুলি আলোচিত হয়েছে এখানে।
৯. তারুণ্যঃ এ শিরোনামের অধিনে আলোচনা করা হয়েছে, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে।
১০. আকাইদঃ আকীদা নিয়ে কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আকীদার আলোচনা করা হয়েছে এখানে।
১১. একটুখানি তাদাব্বুরঃ কুরআনের বিভিন্ন আয়াত বা আয়াতাংশ নিয়ে একগুচ্ছ তাদাব্বুর তথা চিন্তা-ভাবনা স্থান পেয়েছে এখানে।
১২. মাদরাসাতুল কুরআন: শিরেনামের অর্থ হলো, কুরআনের মাদরাসা। এখানে কিছু কুরআনি-গল্প এবং কুরআন নিয়ে কিছু আলোচনা স্থান পেয়েছে।
১৩. কুরআন পেয়ে ধন্য যারা: কুরআনকে পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করেন বিশ্বের বিভিন্ন দেশের এমন কিছু মানুষদের কুরআন নিয়ে তাদের অনুভূতিগুলো স্থান পেয়েছে এখানে।
১৪. মাদরাসাতুল আম্বিয়া: কুরআন কারীমে যেসব নাবী-রাসূলগণের আলোচনা স্থান পেয়েছে, সেসব নাবী-রাসূলগণের(আলাইহিমুস সালাম) ঘটনা এবং এর শিক্ষা স্থান পেয়েছে এই শিরোনামে।
১৫. কুরআনি ভাবনা: এই শিরোনামের অধিনে একশত বায়ান্নটি উপশিরোনামে কুরআন কারীম নিয়ে একগুচ্ছ ভাবনা স্থান পেয়েছে এখানে।
লেখক: (মাওলানা) মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনা: মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাসংখ্যা: ৭১৯
প্রকাশক: মাওলানা উবায়েদ উল্লাহ
প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ
সুইটহার্ট কুরআন। বইটার নাম শুনলেই থমকে যেতে হয়। কুরআন কি সুইটহার্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কুরআন যাদের অশেষ প্রেম, কুরআন যাদের পরম ভালোবাসা, কুরআন যাদের জীবনের অষ্টেপৃষ্ঠে মিশে আছে কুরআন তাদের কাছেই সুইটহার্ট।
আমরা কথা বলছি 'কুরআনের পাখি' বলে খ্যাত শাইখ মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ-এর 'সুইটহার্ট কুরআন' বইটি নিয়ে। এটি `কুরআনিয়াত` সিরিজের দ্বিতীয় বই। এই সিরিজের প্রথম বই ছিলো 'আই লাভ কুরআন'। আই লাভ কুরআন বইটি যারা পড়েছেন, তারা বিমুদ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যাহোক যারা আই লাভ কুরআন সংগ্রহ করেছেন, পড়েছেন—আমার বিশ্বাস তারা সবাই এই সিরিজের পরবর্তী বইয়ের জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটে ২০২১ সালের একুশে বই মেলায়। প্রকাশ পায় সিরিজের দ্বিতীয় বই •সুইটহার্ট করআন• নামে।
সুইটহার্ট কুরআন বইটাও অসাধারণ। বইটি এমন বই যা পড়ার পর অন্য একটা আবেদন থাকে, আর তা হলো, কুরআন-প্রেম, আল্লাহ-প্রেম, ইবাদাত-প্রীতি ইত্যাদি। শাইখ আতীক উল্লাহ সাহেবের লেখার বৈশিষ্ট্য হলো, পাঠক তাঁর বই পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত স্বস্তি পায় না। তরতরে গদ্য। পড়ায় একটা মোহ এসে যায়
বইটি সাজানো হয়েছে প্রথমে—'ইহদা' তারপরে 'মুকাদ্দামা' দিয়ে—কয়েকটি শিরোনামের অধিনে। শিরোনামগুলো যথাক্রমে:
★ হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু
★ কুরআন বালিকাদের কথা
★ তাদাব্বুরে কুরআন
★ হিফজী মিনাল কুরআন
★ কিয়ামুল লাইল : তাহাজ্জুদ
★ সুইটহার্ট কুরআন
★ তাযকিয়া নাফস : আত্মশুদ্ধি
★ দাম্পত্য পরিবার
★ তারণ্য
★ আকাইদ
★ একটুখানি তাদাব্বুর
★ মাদরাসাতুল কুরআন
★ কুরআন পেয়ে ধন্য যারা
★ মারাসাতুল আম্বিয়া
★ কুরআনি ভাবনা
১. হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু: এই শিরোনামে বলা হয়েছে, কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক অদৃশ্য সুতো ছড়িয়ে আছে। সেই সুতো কিসের সুতো, কেমন সুতো সেটা লেখক সূরা বাকারা থেকে শুরু করে আয়াতের পর আয়াত গেঁথে সেই সুতোটা পাঠকের সামনে তুলে ধরেছেন।
২. কুরআন বালিকাদের কথা: এই শিরোনামে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের কুরআন নিয়ে আবেগ-উচ্ছাস ও প্রেম-ভালোবাসার কথা। আছে কুরআন থেকে সামাধান পাওয়ার ফিরিস্তি।
৩.তাদাব্বুরে কুরআনঃ এ শিরোনামে রয়েছে, তাদাব্বুর শব্দটির ব্যাখ্যা, তাদাব্বুর বা কুরআন নিয়ে চিন্তা-ভাবনার উপকারিতা, তাদাব্বুরের স্তরসহ বিস্তারিত আলোচনা।
৪. হিফজী মিনাল কুরআনঃ এখানে আলোচিত হয়েছে, হিফয এবং হিযব(দৈনিক নির্ধারিত তিলাওয়াত) নিয়ে। হিফয এবং হিফজ এর উপকারিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এই অধ্যায়ে।
৫. কিয়ামুল লাইল : তাহাজ্জুদ: এই শিরোনামের অধিনে রয়েছে অনেকগুলো উপশিরোনাম। প্রথমে আলোচনায় এসেছে লেখকের জীবনের বিভিন্ন স্থানে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার অভিজ্ঞতা। এর পরে এসেছে তাহাজ্জুদ নিয়ে তাত্ত্বিক ও জৈবিক আলোচনা।
৬.সুইটহার্ট কুরআন: এখানে কুরআনের প্রতি ভালেবাসার আখ্যান উপস্থাপিত হয়েছে। একাধিক উপশিরোনামে কুরআনের উপকারিতা ও কুরআন-প্রেমের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।
৭. তাযকিয়া নফস : আত্মশুদ্ধিঃ এখানে আলোচনা করা হয়েছে, মালিকের সাথে সম্পর্ক বাড়ানো নিয়ে, আলোচিত হয়েছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা নিয়ে। আরো আলোচিত হয়েছে, আত্মাকে শুদ্ধ করা নিয়ে।
৮. দাম্পত্য-পরিবারঃ এখানে আলোচনা করা হয়েছে, কুরআন নিয়ে দাম্পত্য-জীবনের বিভিন্ন দিক নিয়ে। দাম্পত্য জীবনে কুরআনকে অগ্রে রাখলে কী কী উপকারিতা—সেগুলি আলোচিত হয়েছে এখানে।
৯. তারুণ্যঃ এ শিরোনামের অধিনে আলোচনা করা হয়েছে, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে।
১০. আকাইদঃ আকীদা নিয়ে কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আকীদার আলোচনা করা হয়েছে এখানে।
১১. একটুখানি তাদাব্বুরঃ কুরআনের বিভিন্ন আয়াত বা আয়াতাংশ নিয়ে একগুচ্ছ তাদাব্বুর তথা চিন্তা-ভাবনা স্থান পেয়েছে এখানে।
১২. মাদরাসাতুল কুরআন: শিরেনামের অর্থ হলো, কুরআনের মাদরাসা। এখানে কিছু কুরআনি-গল্প এবং কুরআন নিয়ে কিছু আলোচনা স্থান পেয়েছে।
১৩. কুরআন পেয়ে ধন্য যারা: কুরআনকে পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করেন বিশ্বের বিভিন্ন দেশের এমন কিছু মানুষদের কুরআন নিয়ে তাদের অনুভূতিগুলো স্থান পেয়েছে এখানে।
১৪. মাদরাসাতুল আম্বিয়া: কুরআন কারীমে যেসব নাবী-রাসূলগণের আলোচনা স্থান পেয়েছে, সেসব নাবী-রাসূলগণের(আলাইহিমুস সালাম) ঘটনা এবং এর শিক্ষা স্থান পেয়েছে এই শিরোনামে।
১৫. কুরআনি ভাবনা: এই শিরোনামের অধিনে একশত বায়ান্নটি উপশিরোনামে কুরআন কারীম নিয়ে একগুচ্ছ ভাবনা স্থান পেয়েছে এখানে।
সুইটহার্ট কুরআন
500 BDT1,000 BDTSave 500 BDT
বই: সুইটহার্ট কুরআন
লেখক: (মাওলানা) মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনা: মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাসংখ্যা: ৭১৯
প্রকাশক: মাওলানা উবায়েদ উল্লাহ
প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ
সুইটহার্ট কুরআন। বইটার নাম শুনলেই থমকে যেতে হয়। কুরআন কি সুইটহার্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কুরআন যাদের অশেষ প্রেম, কুরআন যাদের পরম ভালোবাসা, কুরআন যাদের জীবনের অষ্টেপৃষ্ঠে মিশে আছে কুরআন তাদের কাছেই সুইটহার্ট।
আমরা কথা বলছি 'কুরআনের পাখি' বলে খ্যাত শাইখ মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ-এর 'সুইটহার্ট কুরআন' বইটি নিয়ে। এটি `কুরআনিয়াত` সিরিজের দ্বিতীয় বই। এই সিরিজের প্রথম বই ছিলো 'আই লাভ কুরআন'। আই লাভ কুরআন বইটি যারা পড়েছেন, তারা বিমুদ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যাহোক যারা আই লাভ কুরআন সংগ্রহ করেছেন, পড়েছেন—আমার বিশ্বাস তারা সবাই এই সিরিজের পরবর্তী বইয়ের জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটে ২০২১ সালের একুশে বই মেলায়। প্রকাশ পায় সিরিজের দ্বিতীয় বই •সুইটহার্ট করআন• নামে।
সুইটহার্ট কুরআন বইটাও অসাধারণ। বইটি এমন বই যা পড়ার পর অন্য একটা আবেদন থাকে, আর তা হলো, কুরআন-প্রেম, আল্লাহ-প্রেম, ইবাদাত-প্রীতি ইত্যাদি। শাইখ আতীক উল্লাহ সাহেবের লেখার বৈশিষ্ট্য হলো, পাঠক তাঁর বই পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত স্বস্তি পায় না। তরতরে গদ্য। পড়ায় একটা মোহ এসে যায়
বইটি সাজানো হয়েছে প্রথমে—'ইহদা' তারপরে 'মুকাদ্দামা' দিয়ে—কয়েকটি শিরোনামের অধিনে। শিরোনামগুলো যথাক্রমে:
★ হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু
★ কুরআন বালিকাদের কথা
★ তাদাব্বুরে কুরআন
★ হিফজী মিনাল কুরআন
★ কিয়ামুল লাইল : তাহাজ্জুদ
★ সুইটহার্ট কুরআন
★ তাযকিয়া নাফস : আত্মশুদ্ধি
★ দাম্পত্য পরিবার
★ তারণ্য
★ আকাইদ
★ একটুখানি তাদাব্বুর
★ মাদরাসাতুল কুরআন
★ কুরআন পেয়ে ধন্য যারা
★ মারাসাতুল আম্বিয়া
★ কুরআনি ভাবনা
১. হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু: এই শিরোনামে বলা হয়েছে, কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক অদৃশ্য সুতো ছড়িয়ে আছে। সেই সুতো কিসের সুতো, কেমন সুতো সেটা লেখক সূরা বাকারা থেকে শুরু করে আয়াতের পর আয়াত গেঁথে সেই সুতোটা পাঠকের সামনে তুলে ধরেছেন।
২. কুরআন বালিকাদের কথা: এই শিরোনামে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের কুরআন নিয়ে আবেগ-উচ্ছাস ও প্রেম-ভালোবাসার কথা। আছে কুরআন থেকে সামাধান পাওয়ার ফিরিস্তি।
৩.তাদাব্বুরে কুরআনঃ এ শিরোনামে রয়েছে, তাদাব্বুর শব্দটির ব্যাখ্যা, তাদাব্বুর বা কুরআন নিয়ে চিন্তা-ভাবনার উপকারিতা, তাদাব্বুরের স্তরসহ বিস্তারিত আলোচনা।
৪. হিফজী মিনাল কুরআনঃ এখানে আলোচিত হয়েছে, হিফয এবং হিযব(দৈনিক নির্ধারিত তিলাওয়াত) নিয়ে। হিফয এবং হিফজ এর উপকারিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এই অধ্যায়ে।
৫. কিয়ামুল লাইল : তাহাজ্জুদ: এই শিরোনামের অধিনে রয়েছে অনেকগুলো উপশিরোনাম। প্রথমে আলোচনায় এসেছে লেখকের জীবনের বিভিন্ন স্থানে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার অভিজ্ঞতা। এর পরে এসেছে তাহাজ্জুদ নিয়ে তাত্ত্বিক ও জৈবিক আলোচনা।
৬.সুইটহার্ট কুরআন: এখানে কুরআনের প্রতি ভালেবাসার আখ্যান উপস্থাপিত হয়েছে। একাধিক উপশিরোনামে কুরআনের উপকারিতা ও কুরআন-প্রেমের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।
৭. তাযকিয়া নফস : আত্মশুদ্ধিঃ এখানে আলোচনা করা হয়েছে, মালিকের সাথে সম্পর্ক বাড়ানো নিয়ে, আলোচিত হয়েছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা নিয়ে। আরো আলোচিত হয়েছে, আত্মাকে শুদ্ধ করা নিয়ে।
৮. দাম্পত্য-পরিবারঃ এখানে আলোচনা করা হয়েছে, কুরআন নিয়ে দাম্পত্য-জীবনের বিভিন্ন দিক নিয়ে। দাম্পত্য জীবনে কুরআনকে অগ্রে রাখলে কী কী উপকারিতা—সেগুলি আলোচিত হয়েছে এখানে।
৯. তারুণ্যঃ এ শিরোনামের অধিনে আলোচনা করা হয়েছে, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে।
১০. আকাইদঃ আকীদা নিয়ে কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আকীদার আলোচনা করা হয়েছে এখানে।
১১. একটুখানি তাদাব্বুরঃ কুরআনের বিভিন্ন আয়াত বা আয়াতাংশ নিয়ে একগুচ্ছ তাদাব্বুর তথা চিন্তা-ভাবনা স্থান পেয়েছে এখানে।
১২. মাদরাসাতুল কুরআন: শিরেনামের অর্থ হলো, কুরআনের মাদরাসা। এখানে কিছু কুরআনি-গল্প এবং কুরআন নিয়ে কিছু আলোচনা স্থান পেয়েছে।
১৩. কুরআন পেয়ে ধন্য যারা: কুরআনকে পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করেন বিশ্বের বিভিন্ন দেশের এমন কিছু মানুষদের কুরআন নিয়ে তাদের অনুভূতিগুলো স্থান পেয়েছে এখানে।
১৪. মাদরাসাতুল আম্বিয়া: কুরআন কারীমে যেসব নাবী-রাসূলগণের আলোচনা স্থান পেয়েছে, সেসব নাবী-রাসূলগণের(আলাইহিমুস সালাম) ঘটনা এবং এর শিক্ষা স্থান পেয়েছে এই শিরোনামে।
১৫. কুরআনি ভাবনা: এই শিরোনামের অধিনে একশত বায়ান্নটি উপশিরোনামে কুরআন কারীম নিয়ে একগুচ্ছ ভাবনা স্থান পেয়েছে এখানে।
লেখক: (মাওলানা) মুহাম্মাদ আতীক উল্লাহ
প্রকাশনা: মাকতাবাতুল আযহার
পৃষ্ঠাসংখ্যা: ৭১৯
প্রকাশক: মাওলানা উবায়েদ উল্লাহ
প্রচ্ছদ: কাজী যুবাইর মাহমুদ
সুইটহার্ট কুরআন। বইটার নাম শুনলেই থমকে যেতে হয়। কুরআন কি সুইটহার্ট হতে পারে। হ্যাঁ, অবশ্যই পারে। কুরআন যাদের অশেষ প্রেম, কুরআন যাদের পরম ভালোবাসা, কুরআন যাদের জীবনের অষ্টেপৃষ্ঠে মিশে আছে কুরআন তাদের কাছেই সুইটহার্ট।
আমরা কথা বলছি 'কুরআনের পাখি' বলে খ্যাত শাইখ মাওলানা আতীক উল্লাহ হাফিজাহুল্লাহ-এর 'সুইটহার্ট কুরআন' বইটি নিয়ে। এটি `কুরআনিয়াত` সিরিজের দ্বিতীয় বই। এই সিরিজের প্রথম বই ছিলো 'আই লাভ কুরআন'। আই লাভ কুরআন বইটি যারা পড়েছেন, তারা বিমুদ্ধ হননি এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। যাহোক যারা আই লাভ কুরআন সংগ্রহ করেছেন, পড়েছেন—আমার বিশ্বাস তারা সবাই এই সিরিজের পরবর্তী বইয়ের জন্য মুখিয়ে ছিলেন। অবশেষে সেই প্রতিক্ষার অবসান ঘটে ২০২১ সালের একুশে বই মেলায়। প্রকাশ পায় সিরিজের দ্বিতীয় বই •সুইটহার্ট করআন• নামে।
সুইটহার্ট কুরআন বইটাও অসাধারণ। বইটি এমন বই যা পড়ার পর অন্য একটা আবেদন থাকে, আর তা হলো, কুরআন-প্রেম, আল্লাহ-প্রেম, ইবাদাত-প্রীতি ইত্যাদি। শাইখ আতীক উল্লাহ সাহেবের লেখার বৈশিষ্ট্য হলো, পাঠক তাঁর বই পড়া শুরু করলে শেষ না করা পর্যন্ত স্বস্তি পায় না। তরতরে গদ্য। পড়ায় একটা মোহ এসে যায়
বইটি সাজানো হয়েছে প্রথমে—'ইহদা' তারপরে 'মুকাদ্দামা' দিয়ে—কয়েকটি শিরোনামের অধিনে। শিরোনামগুলো যথাক্রমে:
★ হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু
★ কুরআন বালিকাদের কথা
★ তাদাব্বুরে কুরআন
★ হিফজী মিনাল কুরআন
★ কিয়ামুল লাইল : তাহাজ্জুদ
★ সুইটহার্ট কুরআন
★ তাযকিয়া নাফস : আত্মশুদ্ধি
★ দাম্পত্য পরিবার
★ তারণ্য
★ আকাইদ
★ একটুখানি তাদাব্বুর
★ মাদরাসাতুল কুরআন
★ কুরআন পেয়ে ধন্য যারা
★ মারাসাতুল আম্বিয়া
★ কুরআনি ভাবনা
১. হাবলুল্লাহ : আল্লাহর রজ্জু: এই শিরোনামে বলা হয়েছে, কুরআনের শুরু থেকে শেষ পর্যন্ত এক অদৃশ্য সুতো ছড়িয়ে আছে। সেই সুতো কিসের সুতো, কেমন সুতো সেটা লেখক সূরা বাকারা থেকে শুরু করে আয়াতের পর আয়াত গেঁথে সেই সুতোটা পাঠকের সামনে তুলে ধরেছেন।
২. কুরআন বালিকাদের কথা: এই শিরোনামে রয়েছে পৃথিবীর বিভিন্ন দেশের নারীদের কুরআন নিয়ে আবেগ-উচ্ছাস ও প্রেম-ভালোবাসার কথা। আছে কুরআন থেকে সামাধান পাওয়ার ফিরিস্তি।
৩.তাদাব্বুরে কুরআনঃ এ শিরোনামে রয়েছে, তাদাব্বুর শব্দটির ব্যাখ্যা, তাদাব্বুর বা কুরআন নিয়ে চিন্তা-ভাবনার উপকারিতা, তাদাব্বুরের স্তরসহ বিস্তারিত আলোচনা।
৪. হিফজী মিনাল কুরআনঃ এখানে আলোচিত হয়েছে, হিফয এবং হিযব(দৈনিক নির্ধারিত তিলাওয়াত) নিয়ে। হিফয এবং হিফজ এর উপকারিতা ও গুরুত্বপূর্ণ পরামর্শ আছে এই অধ্যায়ে।
৫. কিয়ামুল লাইল : তাহাজ্জুদ: এই শিরোনামের অধিনে রয়েছে অনেকগুলো উপশিরোনাম। প্রথমে আলোচনায় এসেছে লেখকের জীবনের বিভিন্ন স্থানে গভীর রাতে তাহাজ্জুদ পড়ার অভিজ্ঞতা। এর পরে এসেছে তাহাজ্জুদ নিয়ে তাত্ত্বিক ও জৈবিক আলোচনা।
৬.সুইটহার্ট কুরআন: এখানে কুরআনের প্রতি ভালেবাসার আখ্যান উপস্থাপিত হয়েছে। একাধিক উপশিরোনামে কুরআনের উপকারিতা ও কুরআন-প্রেমের বিভিন্ন দিক আলোচিত হয়েছে।
৭. তাযকিয়া নফস : আত্মশুদ্ধিঃ এখানে আলোচনা করা হয়েছে, মালিকের সাথে সম্পর্ক বাড়ানো নিয়ে, আলোচিত হয়েছে আল্লাহর দিকে প্রত্যাবর্তন করা নিয়ে। আরো আলোচিত হয়েছে, আত্মাকে শুদ্ধ করা নিয়ে।
৮. দাম্পত্য-পরিবারঃ এখানে আলোচনা করা হয়েছে, কুরআন নিয়ে দাম্পত্য-জীবনের বিভিন্ন দিক নিয়ে। দাম্পত্য জীবনে কুরআনকে অগ্রে রাখলে কী কী উপকারিতা—সেগুলি আলোচিত হয়েছে এখানে।
৯. তারুণ্যঃ এ শিরোনামের অধিনে আলোচনা করা হয়েছে, জীবনের বাঁকে বাঁকে বিভিন্ন সমস্যা ও তার প্রতিকার নিয়ে।
১০. আকাইদঃ আকীদা নিয়ে কুরআনুল কারীমে বর্ণিত বিভিন্ন আয়াতের উদ্ধৃতি দিয়ে আকীদার আলোচনা করা হয়েছে এখানে।
১১. একটুখানি তাদাব্বুরঃ কুরআনের বিভিন্ন আয়াত বা আয়াতাংশ নিয়ে একগুচ্ছ তাদাব্বুর তথা চিন্তা-ভাবনা স্থান পেয়েছে এখানে।
১২. মাদরাসাতুল কুরআন: শিরেনামের অর্থ হলো, কুরআনের মাদরাসা। এখানে কিছু কুরআনি-গল্প এবং কুরআন নিয়ে কিছু আলোচনা স্থান পেয়েছে।
১৩. কুরআন পেয়ে ধন্য যারা: কুরআনকে পেয়ে যারা নিজেদেরকে ধন্য মনে করেন বিশ্বের বিভিন্ন দেশের এমন কিছু মানুষদের কুরআন নিয়ে তাদের অনুভূতিগুলো স্থান পেয়েছে এখানে।
১৪. মাদরাসাতুল আম্বিয়া: কুরআন কারীমে যেসব নাবী-রাসূলগণের আলোচনা স্থান পেয়েছে, সেসব নাবী-রাসূলগণের(আলাইহিমুস সালাম) ঘটনা এবং এর শিক্ষা স্থান পেয়েছে এই শিরোনামে।
১৫. কুরআনি ভাবনা: এই শিরোনামের অধিনে একশত বায়ান্নটি উপশিরোনামে কুরআন কারীম নিয়ে একগুচ্ছ ভাবনা স্থান পেয়েছে এখানে।

